BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক:সন্ত্রাসী কার্যকলাপ দমন এবং অনলাইন প্রচার বন্ধে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের মূল সন্ত্রাসবিরোধী আইনে সংগঠন বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরাসরি কোনো বিধান না থাকায় তা সংশোধন করে সময়োপযোগী ও কার্যকর রূপে ঢেলে সাজানো হয়েছে।