BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। শোনা যাচ্ছে, আমির খানের প্রযোজনায় নির্মিতব্য ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করবেন তিনি।নব্বইয়ের দশকের শেষ থেকে নতুন দশকের শুরুর দিকে বলিউডের জনপ্রিয় ও প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন প্রীতি জিনতা। সানি দেওলের সঙ্গেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’, ‘ফার্জ’ এবং ‘ভাইয়াজি সুপারহিট’র মতো সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন দুজন।একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার প্রীতি জিনতা ‘লাহোর ১৯৪৭’ ছবির লুক টেস্ট দিতে যান। এদিন প্যাস্টেল গোলাপি সালোয়ার স্যুট পরিহিত প্রীতিকে স্টুডিও থেকে বের হতে দেখা যায়। এর পর থেকেই গুঞ্জন শুরু হয় যে সানি দেওলের নতুন ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।এর আগে, ‘লাহোর ১৯৪৭’ ছবির কাজের বিষয়ে সানি দেওল নিজেই খোলামেলা কথা বলেছেন। করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সানি দেওল বলেন, “গাদার ২’-এর সাকসেস পার্টিতে এসে আমির খান আমাকে বলেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। পরের দিনই আমরা দেখা করি। আমরা একসঙ্গে বেশ কিছু কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। আর শেষ পর্যন্ত ‘লাহোর ১৯৪৭’ ছবির কাজের বিষয়টি চূড়ান্ত হয়।‘লাহোর ১৯৪৭’ ছবিটি পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। ছবিটি ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত হবে। ছবিতে সানি দেওলের চরিত্রটি একজন পাঞ্জাবি মুসলিম যুবকের। প্রীতি জিনতার চরিত্রটি একজন হিন্দু যুবতীর।ছবির শুটিং শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের শেষের দিকে।