BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
থাইল্যান্ডের তাক বাই জেলায় ১৯ জন বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। তারা সকলেই কম্বোডিয়ার মাধ্যমে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছিল বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, আটককৃতদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে যে ১৫টিতে গত ৮ জানুয়ারি এবং ২টিতে ৯ জানুয়ারি থাই ইমিগ্রেশন ব্যুরোর এন্ট্রি স্ট্যাম্প ছিল। কিন্তু ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে যে ১৯টি পাসপোর্টে যে ভিসা স্টিকার ছিল তা ভুয়া।আটককৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানায় যে তারা কম্বোডিয়ায় অবৈধভাবে বসবাস করছিল। সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিল থাইল্যান্ডে এন্ট্রি স্ট্যাম্প লাগানোর জন্য। যাতে করে তারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যেতে পারে। এজন্য তারা প্রত্যেকের কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।নরাথিওয়াত প্রাদেশিক ইমিগ্রেশন পুলিশ এবং তাক বাই থানা এই মানবপাচারকারী নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।