BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিনোদন প্রতিবেদকট্রেনে বোমা! গতি ১০০ কিলোমিটারের নিচে নামলেই ভয়াবহ বিস্ফোরণ! এমন উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে এসেছে জাপানি থ্রিলার ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’, যা সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। শিনজি হিগুচি পরিচালিত সিনেমাটি নতুন নয়, তবে তার উপস্থাপন ভিন্ন। রুদ্ধশ্বাস ট্রেনযাত্রা, বাঁচার লড়াই আর সাসপেন্সে ভরা পুরো গল্প যেন দর্শকদের বসিয়ে রাখে শেষ দৃশ্য পর্যন্ত।ছবির কাহিনি শুরু হয় হায়াবুসা স্টেশন থেকে। গন্তব্য টোকিও। যাত্রীদের মধ্যে আছেন স্কুলশিক্ষার্থী, ইনফ্লুয়েন্সার, কেলেঙ্কারিতে জড়ানো এক রাজনীতিবিদসহ নানা চরিত্র। ট্রেন চলতে না চলতেই আসে এক উড়োফোন—ট্রেনে বোমা আছে! আর সেটি বিস্ফোরিত হবে, যদি ট্রেনের গতি ১০০ কিমি/ঘণ্টার নিচে নামে। শুধু তাই নয়, দাবি ওঠে ১০০ বিলিয়ন ইয়েন মুক্তিপণ, তাও সরকার নয়—তুলতে হবে সাধারণ জনগণের কাছ থেকে!গল্পের মোড় ঘোরে যখন এক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া লাইভে অর্থ সংগ্রহে নামেন। ওদিকে কন্ট্রোল রুমে ছুটে আসেন প্রধানমন্ত্রী উপদেষ্টা, রেল কর্তারা। শুরু হয় রুদ্ধশ্বাস পরিকল্পনা। দর্শকের মনে তখন একটাই প্রশ্ন—সফল হবে কি এই অভিযান?