BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইস্যুতে দুই গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭/৮ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ওই কলেজ ক্যাম্পাসে শ্রেণি শিক্ষা ও পরীক্ষা চলাকালিন সময়ে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের বিরুদ্ধে নানা অভিযোগে কলেজে মিছিল সমাবেশে হয়েছে। এতে করে তিনি কারণে দীর্ঘ ৩ মাস তিনি অনুপস্থিত ছিলেন। সম্প্রতি রাজনৈতিক সমীকরণে তিনি কলেজে যোগদান করেন। এনিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে একটি পক্ষ। এরই জের ধরে মঙ্গলবার (৫ নভেম্বর) ফরিদগঞ্জ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে একদল যুবক কলেজে প্রবেশ করে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিলের এক পর্যায়ে কলেজের ভবনে তালা মেরে দেয়। অপরদিকে অধ্যক্ষের পক্ষে কলেজের শিক্ষার্থীর একাংশ ও স্থানীয় যুবদল ও ছাত্রদলের একটি অংশ ঘটনা শুনে কলেজ ক্যাম্পাসে আসলে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ৭/৮জন আহত হয় বলে স্থানীয়রা জানায়। আহতদের মধ্যে কামরুল হাসান (১৮), শাহরিয়ার নাফিস (১৭), ফাহিম (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।