BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ শামছুল হকের পরিবার জাতীয় দিবসগুলোতে উপেক্ষিত থাকার অভিযোগ করে তাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন।শহীদ শামছুল হক ওরফে সামছুল হুদা মীর বাড়ির প্রয়াত বন্দে আলী মীরের সন্তান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে শহীদ হন এবং তাকে কসবায় গণকবরে দাফন করা হয়।শহীদ শামছুল হকের পরিবার জানায়, আজ পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কেউ শহীদ পরিবার হিসেবে তাদের খোঁজ নেয়নি। জাতীয় দিবসগুলোতেও পরিবারের কাউকে স্মরণ করা হয় না।