BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখ সকাল- ১০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবন নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময় ৩৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামী মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা- মোঃ রুস্তম আলী, সাং- জোতরাবনপুর, থানা- দামকুড়া, রাজশাহী মহানগরীকে গ্রেফতার করতে সক্ষম হন। ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা- মোঃ রুস্তম আলী তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।