BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়তে আসা চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়ে গেছে। ২০২৪ সালে যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ঢাবিতে ভর্তি হয়েছিলেন, চলতি ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। এর আগের বছর, ২০২৩ সালে এই সংখ্যা ছিল মাত্র ৬ জন।বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগে এই শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। মঙ্গলবার ঢাবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।চীনের ইউনান বিশ্ববিদ্যালয়, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির শিক্ষা ও গবেষণা বিনিময়ে তিনটি সমঝোতা স্মারক (MoU) রয়েছে। এসব চুক্তির আওতায় এবং চীন সরকারের বৃত্তি সহায়তায় ঢাবির ১৮ জন শিক্ষার্থী এ বছর চীনে পড়তে গেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৭ জন।চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিতে সম্প্রতি ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ চীনের ইউনান পিকিং ক্যানসার হাসপাতাল এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।