BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
একসময় নারকেলের ছোবড়া ছিল অবহেলিত। কেউ ফেলে দিতেন, কেউবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। কিন্তু সেই ছোবড়াই এখন লক্ষ্মীপুর জেলার অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গদি, দড়ি, জাজিম, খেলনা থেকে শুরু করে কৃষিকাজে ব্যবহারযোগ্য পণ্য—সবই তৈরি হচ্ছে নারকেলের ছোবড়া থেকে। এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।লক্ষ্মীপুরে ছোবড়া থেকে কোটি টাকার ব্যবসালক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের তথ্য মতে, জেলায় ২ হাজার ৭৩৫ হেক্টর জমিতে নারকেলের চাষ হয়। প্রতিটি বাড়ির আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নারকেলগাছগুলোতেও যোগ হচ্ছে উল্লেখযোগ্য উৎপাদন। ২০২৩-২৪ অর্থবছরে জেলায় প্রায় ২৬ হাজার মেট্রিক টন নারকেল উৎপাদিত হয়েছে। শুকনা নারকেল ও ডাব মিলিয়ে গত বছরে আয় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।