BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ আগষ্ট ২০২৫) সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তাদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীরা সেখানে নাচ,গান ও রঙ খেলে তাদের এই দিনটি উদযাপন করে।এসময়, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো: মিজানুর রহমান বলেন, প্রথমবারের মত আমরা স্থায়ী ক্যাম্পাসের জায়গায় নিজেদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করলাম। এতদিন নিজেদের জায়গা না থাকায় এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আমাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হতো। আমরা কখনো নিজেদের জায়গায় ক্লাস পর্যন্ত করতে পারিনি কিন্তু এবার আমরা নিঃসংকোচে নিজেদের আয়োজন উপভোগ করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সামনের সকল অনুষ্ঠান আমরা এখানেই অয়োজন করবো।