BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরগুনা জেলা সদর ও উপজেলাগুলোতে আজ ঐতিহাসিক ৭ই মার্চ নানা আয়োজনে পালিত হয়েছে।সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরে অবস্থিত মুজিবাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।পুলিশ সুপার আব্দুস ছালাম, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, প্রকৌশল বিভাগ, শিক্ষা বিভাগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।এরপর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযুদ্ধ জাদুঘরে ৭ই মার্চের উপর স্থির চিত্র প্রদর্শন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পাড়ায় পাড়ায় ও মহল্লায় মাইকে ৭ই মার্চের ভাষণ বাজানো হয়।জেলার আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।