BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সংবাদটি পুনর্লিখন মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে। এর বড় একটি অংশ যাবে বাংলাদেশ থেকে। বৃহস্পতিবার মালয়েশিয়ায় একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।তিনি জানান, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং আশ্বস্ত করেছেন, বিদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে বাংলাদেশি কর্মী নিয়োগের পরিধি আরও বিস্তৃত করার ইঙ্গিতও পাওয়া গেছে।বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে ১৩ মে মালয়েশিয়ায় যান শ্রমবাজার বিষয়ে আলোচনা করতে। সফরের অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হয়। এর মধ্যে দুইটি ছিল আনুষ্ঠানিক ও একটি অনানুষ্ঠানিক।বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত সব রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দিতে অনুরোধ জানানো হয়। বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।