BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।নিহত ও আহতদের পরিচয়নিহতরা হলেন—কিশোরগঞ্জের বাচ্চু মিয়া (৭০), ঢাকার বেলাল (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম (৭০)। আহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ, ময়মনসিংহের মজিবুর রহমান, এবং টঙ্গীর জহুরুল ইসলাম।