BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান গত দুই ম্যাচেই ব্যাটিং করেননি। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে তিনি আট নম্বরে নেমে মাত্র ২ রান করেন। শনিবার ঢাকার বিপক্ষে তিনি ব্যাট হাতে নেমেই যাননি।সাকিবের ব্যাটিং না করার কারণ তার চোখের সমস্যা। তিনি বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এই সমস্যার কারণে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ফলে ব্যাট করতে গেলে সমস্যা হয়।সাকিবের কোচ সোহেল ইসলাম বলেছেন, "অনেকদিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে।সাকিবের চোখের সমস্যার কারণে তার ব্যাটিংয়ে তেমন উন্নতি হচ্ছে না। তাই তিনি এখন বোলিংয়ে বেশি মনোযোগ দিচ্ছেন।সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মুর্তজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।