BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুরে রবিবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছেন।সকাল ৮টায় সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। লাঠিখেলা, নৌকা বাইচ, বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছিল।শোভাযাত্রা শেষে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সংসদ সদস্যগণ, স্থানীয় রাজনৈতিক নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।