BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত নির্বাচন দিতে সরকারকে চাপ দিচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। সরকারও নির্বাচন কমিশনের মাধ্যমে ডিসেম্বর বা আগামী বছরের মার্চে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছে।এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বড় তিনটি জোট গঠন করেই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপির নেতৃত্বে ১৯ দল, জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১ দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃত্বে আরও একটি জোট গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একসময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত।বিএনপির নেতৃত্বে ১৯ দলের সম্ভাব্য জোটগোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির নেতৃত্বে ১৯টি দল নিয়ে একটি শক্তিশালী জোট গঠিত হতে পারে। এসব দলে রয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাসদ, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতৃত্বাধীন ১২ দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।