BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৭৩ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট ও হবিগঞ্জে সর্বাধিক প্রাণহানি হয়েছে, প্রতিটি জেলাতেই ১৩ জন করে মারা গেছে।শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ‘সেভ দ্য সোসাইটি অ্যান্ড থাণ্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম’-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান নির্বাহী আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও অ্যাডভোকেট ফারুক হোসেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনের স্ক্রল থেকে বজ্রপাতে হতাহতের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২৯৭ জন মৃত্যুর মধ্যে ১১ জন শিশু এবং ৫৫ জন নারী, যাদের মধ্যে ৬ জন কিশোরী। এছাড়া, ২৪২ জন পুরুষের মধ্যে ১৭ জন কিশোর। বজ্রপাতে নিহতদের মধ্যে ১৫২ জন কৃষক মারা গেছেন, যাদের মধ্যে ১৮ জন গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।