BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামিকাল থেকে পাঠদান শুরু হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (জরুরী) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।মনিরুল জানান, যথারীতি পাঠদান শুরু হবে।শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ সিদ্ধান্ত অনুসারে সকল কার্যক্রম ও পরীক্ষা নিতে পারবে।তিনি জানান, সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে খুবই আন্তরিকতায় এ ধরণের সিদ্ধান্ত নেন উপাচার্য মহোদয়।তাদের দাবি ছিলো সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ।সেটিও সিদ্ধান্তও হয়।সভার সকলে এ ধরণের দাবিকে স্বাগত জানান।এরআগে ০৭ আগস্ট সকাল ১১টায় উপাচার্যের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট (হাউস টিউটর), প্রক্টর, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক-এর সাথে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামানাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিস্তারিত আলোচনান্তে লিখিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।