BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারতের বয়সভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা সিকে নাইডু ট্রফিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হরিয়ানার ওপেনার যশবর্ধন দালাল। মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ১২টি ছক্কা এবং ৪৬টি চার মেরে রীতিমতো বাউন্ডারির ফিফটি পূর্ণ করেছেন এই তরুণ। সব মিলে ৪৬৩ বল খেলে সংগ্রহ করেছেন ৪২৬ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে প্রথম কোয়াড্রপল সেঞ্চুরি।গতকাল শনিবার গুরুগ্রামের ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নামে হরিয়ানা। ওপেনিংয়ে নেমে যশবর্ধন ও অর্শ রাঙ্গার গড়া ৪১০ রানের বিশাল উদ্বোধনী জুটিতে রাঙ্গা ১৫১ রান করেন। অন্যদিকে, যশবর্ধন প্রথমে ২৪৩ রানে অপরাজিত থেকে যান, এরপর অবিশ্বাস্য ধারাবাহিকতায় রান বাড়িয়ে পৌঁছে যান ৩০০, ৩৫০, অবশেষে ৪০০–এর মাইলফলক। দিনের শেষে ৪২৬ রানে অপরাজিত থেকে যশবর্ধনের ইনিংস থামে এবং হরিয়ানার দল ৮ উইকেটে ৭৩২ রানে ইনিংস ঘোষণা করে।