BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদা রঙের একটি প্রাইভেট কার থেকে তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় ব্যাগের সাথে টানাটানিতে মাটিতে পড়ে যান ওই নারী এবং চলন্ত গাড়ির সাথে কিছুদূর পর্যন্ত টেনে নেওয়া হয় তাঁকে।ঘটনাটি ঘটে শনিবার সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে। এই দৃশ্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িটির সামনের বাঁ পাশের জানালা দিয়ে একজন হঠাৎ ঝুঁকে পড়ে ব্যাগটি টান দেন। মুহূর্তের মধ্যে ওই নারী মাটিতে পড়ে যান এবং চলন্ত গাড়ির সঙ্গে জড়িয়ে কিছুদূর পর্যন্ত গড়িয়ে যান। তাঁর ট্রলি ব্যাগটি সড়কের উপর পড়ে থাকে।