BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তুরাগতীরের ইজতেমায় আখেরি মোনাজাত শেষ হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এই মোনাজাত শেষে ঘরমুখী হওয়ায় সড়কে মানুষের ঢল নেমেছে। অনেকেই গাড়ির অপেক্ষা না করে পায়ে হেটে রওনা দিয়েছেন।মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সকালে হেদায়েতী বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।মুসল্লিদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত রয়েছে। এছাড়াও বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।মোনাজাত শেষে সড়ক, ট্রেন এবং নৌপথে ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা মাঠে।মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।মুসল্লিরা যাতে খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।