BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর যে প্রথা চালু ছিল, তা এবছর ভেঙে যেতে পারে। গত কয়েক বছর ধরে সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশ থেকে ইলিশ ভারতে পাঠানো হলেও, এবার তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে এই রীতি বজায় থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতি বছর শেখ হাসিনা সরকার দুর্গাপূজার আগে ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত। তবে এবার পরিস্থিতি ভিন্ন। হাসিনা সরকার আর ক্ষমতায় নেই এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ না পাঠানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।এ অবস্থায় ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে, এবছরও তারা সেই রীতি অব্যাহত রাখতে চায়।