মনের ইচ্ছা থাকলেই শহর-দেশ দূষণমুক্ত করা যাবে।আমাদের এই দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়ে স্বাধীন করেছেন, জীবন দিয়ে স্বাধীন করেছেন। এখন এই দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে হলে শুধু আমাদের মনের ইচ্ছা লাগবে।
আজ যে গাছ লাগানো হচ্ছে, সেটি সদকায়ে জারিয়া হবে।খালগুলাকে আমরা দখল করে ফেলছি। দুই ধরনের দখল আছে, তা হলো পরিবেশগতভাবে এবং দূষণের মাধ্যমে।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, তাদের মেসেজগুলো দিতে হবে যে এই শহর আমাদের; এই দেশ আমাদের।
বাসা বাড়ির পয়ঃবর্জ্যের লাইনের নোংরা ড্রেনের মধ্যে ফেলার বিষয়ে মেয়র বলেন, জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস পরে সেপ্টেম্বর থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে চেক করতে চাই। যে কথা না শুনবে তাদের লিস্ট করে আবার কলা গাছ থেরাপি দেওয়া হবে।
আমরা ইতিমধ্যে এই বছরের ২ লাখ গাছ সিটি করপোরেশনের পক্ষ থেকে লাগাচ্ছি।গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা ৪৭ জনকে নিয়োগ করতে যাচ্ছি।
মন্তব্য করার জন্য লগইন করুন!