মো: সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে অবস্থিত দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী ৫৫ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এবিএম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব মাসুদুর রহমান ও মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
১২ই ফেব্রুয়ারি রোজ বুধবার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এডভোকেট আব্দুর রউফ ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ।
গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খোরশেদ আলম।
প্রতিবছরের ন্যায় এ বছরও অনেক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!