বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মত নিয়োগ দেয়া হয়েছে নারী উপাচার্য। আজ সোমবার ২৩শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. শুচিতা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি 2003 সালে একজন প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং ধীরে ধীরে একজন সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসাবে উন্নীত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেন এবং উভয় পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। তার পিএইচডির বিষয় ডেভেলপমেন্ট স্টাডিজ। তিনি EPFL, সুইজারল্যান্ড এবং IISc বেঙ্গালুরু, ভারতের দ্বারা যৌথভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে উন্নত গবেষণার একটি প্রশংসাপত্র পেয়েছেন।
একজন ডক্টরাল রিসার্চ স্কলার হিসেবে, তিনি কর্পোরেট কমিউনিটি ইনভলভমেন্টের উপর গবেষণা পরিচালনা করেন; অ্যাস্টন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যে স্কেল আপ এবং গভর্নেন্স। ড. শুচিতা শারমিন জাপানের কিউশু ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার ছিলেন এবং সেখানে তিনি ইনটেনসিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স সফলভাবে সম্পন্ন করেন এবং আচরণ ও স্বাস্থ্য বিজ্ঞান বিভাগে গবেষণা পরিচালনা করেন। বাংলাদেশ, জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নেপাল, মালয়েশিয়া এবং ভারতে তার স্নাতক এবং স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা এবং গবেষণার অভিজ্ঞতা রয়েছে। উন্নয়ন অধ্যয়ন, মনোবিজ্ঞান, সংগঠন/ব্যবসায়িক অধ্যয়ন ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে একাডেমিক এবং কমিশনপ্রাপ্ত গবেষকের ক্ষমতায় সরকার, স্থানীয় এনজিও, জাতিসংঘ সংস্থা এবং আইএনজিওগুলির সাথে তার ব্যাপক গবেষণার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ৩৯ টি পাবলিকেশন্স, ১২১ টি সাইটেশন্স এবং রচিত বই ১ টি।
মন্তব্য করার জন্য লগইন করুন!