কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে 'বাংলা ব্লকেড' কর্মসূচি। আজ বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে পৌঁছে।
এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করেছেন।
যানজটের উল্লেখযোগ্য স্থানগুলো হল:নীলক্ষেত মোড়,সায়েন্সল্যাব মোড়,জিপিও মোড় (গুলিস্তান),
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার (রমনা পার্ক),আগারগাঁও মোড় (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),
মহাখালী (রেলপথ ও সড়কপথ)
গতকাল মঙ্গলবার বিরতি দিয়ে আজ তৃতীয় দিনের মতো 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর ফলে ঢাকা শহরের যানবাহন চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে।
সরকারি চাকরিতে সকল গ্রেডে ৫ শতাংশ কোটা নির্ধারণ করা,হাইকোর্টের কোটা সংক্রান্ত রায় বাস্তবায়ন
এই আন্দোলনের ফলে ঢাকা শহরের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সকলে।
মন্তব্য করার জন্য লগইন করুন!