চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৮৬ জন শিক্ষার্থী। অপরদিকে, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি কলেজে মোট আসন সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার। সব শিক্ষার্থী ভর্তি হলেও ফাঁকা থাকবে ৪৬ হাজার ৯১৪টি আসন।
তবুও, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অধিকাংশ শিক্ষার্থীরই লক্ষ্য নগরীর সেরা কলেজগুলোতে ভর্তি হওয়া। চট্টগ্রামের ৮টি খ্যাতনামা কলেজে ভর্তির জন্য চলে এক প্রকার মেধাবীদের লড়াই। কিন্তু জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থীই তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আবেদনের সময় শিক্ষার্থীরা যদিও ১০টি কলেজ পছন্দক্রম অনুযায়ী তালিকাভুক্ত করতে পারে, তারা বারবার তাদের পছন্দের কলেজগুলোকেই তালিকায় রাখে। ফলে, ঐ কলেজগুলোতে তাদের নম্বর অনুযায়ী আসন না পেলে তারা শেষ পর্যন্ত কোনো কলেজেই ভর্তি হতে পারে না।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক পরামর্শ দিয়েছেন, একাদশে ভর্তির জন্য সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা উচিত। তিনি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অনেকেই ৫-৬টি কলেজের বেশি তালিকাভুক্ত করে না। কিন্তু ঐ কলেজগুলোতে তাদের তুলনায় বেশি নম্বর পাওয়া আবেদনকারী থাকলে তারা ভর্তির সুযোগ পাবে না।
চট্টগ্রামসহ আশেপাশের জেলার বেশিরভাগ শিক্ষার্থীই একাদশে ভর্তির সময় তাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখে চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি কমার্স কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। এই ৮টি কলেজে মোট আসন রয়েছে ১০ হাজার ১০০টি।
অধ্যাপক জাহেদুল হক আরও বলেন, শিক্ষার্থীদের উচিত তালিকার শুরুতে যে কলেজগুলো রাখবে তার জন্য যাতায়াত, কলেজ পরিবেশসহ অন্যান্য বিষয় মাথায় রাখা। এছাড়াও, শিক্ষার্থীদের পছন্দের কলেজ না পেলে বারবার একই কলেজ তালিকাভুক্ত না করে বিকল্প কলেজগুলোও বিবেচনা করা উচিত।
মন্তব্য করার জন্য লগইন করুন!