ইমরান হক।।
আগামী ২৮ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চাঁদপুর জেলায় ভার্চুয়াল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।
গতকাল ২৫ডিসেম্বর (সোমবার) চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপস্থিতিতে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
উল্লেখিত তারিখ ও সময়, স্থানীয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ভার্চুয়াল নির্বাচনী জনসভাকে কে সফল করার জন্য সবিনয় অনুরোধ করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
মন্তব্য করার জন্য লগইন করুন!