হাজীগঞ্জ ব্যুরো
জাতীয় পার্টি হাজীগঞ্জ পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন ও সাধারন সম্পাদক এ্যাড. শেখ লতিফের যৌথ স্বারিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন।নবগঠিত কমিটির আহবায়ক মোরশেদুল আলম ও সদস্য সচিব মো. খলিলুর রহমান মির্জা, যুগ্ম আহবায়ক বারেক মিজি, আলাউদ্দিন চৌধুরী, সফিউল্লা মিয়াজি ও আবিদ মেম্বার।
সদস্যরা হলেন, আব্দুর রহমান বাবুল, নুরে আলম, আকতার হোসেন ভূইয়া, মোস্তফা মিয়াজি, মো. সুমন, সায়মুম ইসলাম, জাহাঙ্গীর আলম মিজি, আলমগীর হোসেন, মো. রাজু, বাবুল মিয়াজি, মঞ্জুর আলম, শরিফ হোসেন পাটওয়ারী, মো. রাশেদ পাটোয়ারী, দিপক সাহা, জসিম মজুমদার, সুজন মজুমদার, মো. হাছান, জহির মজুমদার, কাউসার আহম্মদ, বিল্লাল হোসেন, ওজার আলম, শরিফ মির্জা, মো. রাব্বি, মো. মাহি ও খোরশেদ আলম।
মন্তব্য করার জন্য লগইন করুন!