আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-২ (বানিয়াচং - আজমিরীগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ ( হবিগঞ্জ সদর - শায়েস্তাগঞ্জ - লাখাই) আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ ( চুনারুঘাট - মাধবপুর) আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এসএম ফয়সাল। তবে হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ - বাহুবল) আসনে প্রাথমিকভাবে দলের পক্ষ হতে কাউকে এখনও মনোনয়ন দেওয়া হয়নি।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
লগইন
ছবি : সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!