মোহাম্মদ হাবীব উল্যাহ্
জাতীয় শ্রমিক লীগ, হাজীগঞ্জ উপজেলার শাখার অধীনে রাজারগাঁও ইউনিয়নের আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় আগমি তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ও সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী।
অনুমোদিত কমিটির আহবায়ক হলেন অলি আহম্মেদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও ইমান হোসেন। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করার নির্দেশনা দেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ।
এর আগে উপজেলা সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন দুলু, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
এ সময় রাজারগাঁও ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মান্নান চৌধুরী, রাসেল খাঁন, আব্দুর রহমান, শফিকুর রহমান, মাসুদ হোসেন, মিজানুর রহমান তুহিন, শামিম পাটওয়ারী, বকুল মিয়া, মুসলিম প্রধানীয়াসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!