ইমরান হক।।
পোশাক খাতে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের নতুন শর্ত প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না। ৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ নতুন করে কোনো ষড়যন্ত্র দেখছে কি না, এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ব্যাপারে এখন অনেকগুলো বিবৃতি দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন আছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিদেশে আমরাও বন্ধুহীন নই। আমাদেরও বন্ধু আছে। বাংলাদেশের সব খোঁজখবর তারাও রাখেন। তারাও জানেন এখানে কী অবস্থার মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচন করে যাচ্ছেন, নির্বাচনের পথে হাঁটছেন। দেশটা যাতে বিশৃঙ্খলার আবর্তে ডুবে না যায়, ভেসে না যায়। সেজন্য এটা আমাদের জাতীয় পবিত্র কর্তব্য। সে কর্তব্য আমরা পালন করে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
লগইন
যুক্তরাষ্ট্র একতরফা কিছু করতে পারবে না : ওবাইদুল কাদের
মন্তব্য করার জন্য লগইন করুন!