আবু হানিফ বিন সাঈদ :
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী নকিব ফজলে রকিব মাখনের পরিচালনায় খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং আলহাজ্ব জিকে গউছের মুক্তিসহ একদফা দাবীতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের কিছুটা অদূরে আসলে পুলিশ বাঁধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে কিছুটা এগিয়ে পুলিশের শক্ত অবস্থানের কারণে সাবরেজিস্ট্রার অফিসের সামইে সংক্ষিপ্ত পথসভায় মুজিবুল হোসেন মারুফ সমাপনি বক্তব্য দিয়ে কর্মসূচী শেষ করেন।
সমাবেশে, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আল হাদি, জয়েন্ট সেক্রেটারী জাহির হোসেন, মখলিছুর রহমান আবু, মহিলা দল সভাপতি তানিয়া খানম, সেক্রেটারী হেনা আক্তার দ্বীনা, যুবদল নেতা আমিরুল আখঞ্জি, মুরাদ, সুহেল আহমদসহ আরও অনেকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!