ভ্রাম্যমান প্রতিনিধি:: আগামী জাতীয সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনের( বানিয়াচং ও আজমিরীগঞ্জ) উপজেলার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এডভোকেট মরহুম শরীফ উদ্দিন আহমেদ এর পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১১টায় বানিয়াচং ৩নং দঃ-পূর্ব ইউপির মিলনায়তনে এক মতবিনিময় সভায় এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সাংবাদিকদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে কাজ করে আসছেন।
এছাড়াও তিনি বিগত ২০১৪ সাল ও ২০১৮ সালে বিগত ২বার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন। কিন্তু না দিলেও তিনি দলের পক্ষে কাজ করে আসছেন। আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিজয়ের লক্ষে কাজ করে আসছেন। বিভিন্ন পেশাজীবি মানুষের সমর্থন ও পাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মাঠে কাজ করতে বলেন।সেই বিধায় তিনি কাজ করে যাচ্ছেন। বানিয়াচং উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি এমপি নির্বাচিত হলে দু উপজেলাকে পরিকল্পিত ভাবে উন্নয়নশীল ও পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষিত যুবকদের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র ও একটি হাসপাতাল নির্মাণ করা হবে।তিনি বলেন, করোনা কালে ঘরে ঘরে গিয়ে মানুষকে সহযোগিতা করেছি। বন্যার সময় সহযোগিতা করেছি। ভবিষ্যতে ও সাধারণ মানুষের সাথে থাকবো। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন, মোতাব্বির হোসেন,কামরুল হাসান কাজল, মখলিছ মিয়া,আবদুল মালিক,রিতেশ কুমার বৈষ্ণব, প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!