বরগুনা প্রতিনিধিঃ বিএনপি ঘোষিত আজকে দেশব্যাপী সকাল সন্ধা হরতালে বরগুনা শহরে জীবনযাত্রা ছিলো প্রতিদিনের মত স্বাভাবিক। জেলা সদর থেকে ঢাকামুখী পরিবহন সকালে ছেড়ে না গেলেও আন্তঃজেলা বাস চলাচল করছে। জেলা সদরসহ উপজেলা সদরে সকল ব্যাবসা প্রতিষ্টান খোলা ছিলো।
হরতালের সমর্থনে বিএনপি, জামাত বা বিরোধী দলের কোন নেতা-কর্মীরা রাজপথে ছিলোনা।জেলা বিএনপি'র তালাবন্ধ কার্যালয় চত্তরে সকাল থেকে পুলিশ অবস্হান করছে।
হরতাল ডেকে মাঠে না থাকার বিষয় জেলা বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন,বিএনপি'র ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় সমাবেশের জন্য অবস্হান করছেন। হরতালের কারনে কেউ বরগুনায় যেতে না পারায় আমরা মাঠে নেই।
আজ (২৯,অক্টোবর) রোববার আওয়ামীলের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিক্ষোভ শেষে প্রেসক্লাব চত্তরে শান্তি সমাবেশ অনুষ্টিত হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলিগ নেতা, আব্বাস হোসেন মন্টু, আ্যাড়ঃ শাহজাহান,সিদ্দিকুর রহমান,রইসুল আলম রিপন,পৌর মেয়র আ্যাড়ঃ কামরুল মহারাজ,যুবলীগ সভাপতি রেজাউল উল করিম আ্যট। এসময় আওয়ামীলিগ নেতা,আঃ মোতালেব মৃধা,মশিউর রহমান শিহাব,আ্যাড়ঃ সুনম দেবনাথ সহ আওয়ামীলিগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!