আমান উল্যা আমান:- গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনএম এর মহাসচিব মানবাধিকার ব্যক্তিত্ব ডক্টর মােহাম্মদ শাহজাহান। তিনি চাঁদপুর ৪ আসন থেকে সংসদ নির্বাচনের নােঙ্গর প্রতিক নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন।
আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংবাদকর্মীদে লিখনের মাধ্যমে ভােট প্রার্থনা করেন। ফরিদগঞ্জ বাসীর কাছে তুলে ধরার জন্য জাের দাবী জানান। প্রেসক্লাব সভাপতি মামুন পাঠানের সভাতিত্বে সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরাদের পরিচালনায় সংবাদকর্মীদের মধ্যে আলােচনায় অংশনেন,সাংবাদিক আবুহেনা,সহসভাপতি মানিক পাঠান,আমান উল্যা আমান,মহিউদ্দিন,সালাউদ্দিন,মশিউর,সাংবাদিক প্রবীর চক্রবর্তী,এমরান হােসেন,সৌকত,জাকির,শাকিল,নারায়ন,মামুন,সূজন,মানিক,সিমুল ইকবাল,স্বপন,টিপু,শামিম,মমিন,ফখরুল,মেহেদী,মনির,জসিম,মােশারফ,কাদির,জাহিদ নজরুল প্রমুখ।
তিনি শুক্রবার ফরিদগঞ্জ মডেল মসজিদে পবিত্র জুমার নামায শেষে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এম এ মতিন ও ভিপি জাকির হােসেনের কবর জিয়ারতের মধ্য দিয় ফরিদগঞ্জ আসনে নির্বাচনের প্রচার প্রচারনা শুরু করেন। এছাড়া অপর সঙ্গী দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিপ্লব,রেদােয়ান,মাসুদ,জহির,বাপ্পি, ও মােস্তাফিজুর রহমান।
মন্তব্য করার জন্য লগইন করুন!