আমান উল্যা আমান,ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে নারী সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ বাজার সংলগ্ন মজিদিয়া কামিল এম এ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি, তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধু আমাদের দেশে ছিলেন বলেই আজ আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত। তিনি বেঁচে না থাকলে আজকে যে আনন্দমুখর পরিবেশে দিন পার করতে পারতাম না। তিনি সোনার বাংলা বিনির্মানে পথ প্রশস্ত করেছেন।
এই সময় তিনি আরো বলেন, জাতির পিতা তাঁর ৫৫ বছরের জীবনে ১৪ বছর কারাগারের অন্তরালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়ে গিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সহপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জনের উৎসবকে ম্লান করে দিয়েছিল। এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ধীরে ধীরে তা আবার জাগ্রত করেছেন। সারা বিশ্বে নির্যাতনে বিরুদ্ধে কথা বলেন শেখ হাসিনা। তিনি হলেন আপামর জনতার নেত্রী। মহান এই নেত্রীর জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতি বছর এভাবে আপনাদের মিলনমেলা আয়োজন করবো ইনশাআল্লাহ্। আমরা একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করবো। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।
এসময় উপস্থিত তিন সহস্রাধিক নেতাকর্মী ও নারীদের থেকে নৌকার বিজয় সুনিশ্চিতে প্রতিশ্রুতি গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ ও আল আমিন পাটওয়ারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় গাজী প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!