।এস এম মহসিন :
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, হতদরিদ্রের হার ৫.৬ নেমে এসেছে, সেটাকে শূণ্যের শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধু কন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।
শুক্রবার রাতে চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাবো রোববারে। তারপর বুঝবো নতুন কি কি চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন। এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।
এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
লগইন
দেশে হতদরিদ্রের হার কমে ৫.৬ নেমে এসেছে সেটাকে শূন্যের কোঠায় আনার চেষ্টা করবো..... চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রী
মন্তব্য করার জন্য লগইন করুন!