BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সাখাওয়াত উচ্ছ্বাস ( ইটনা উপজেলা প্রতিনিধি) ২৪ এর গণঅভ্যুথানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম জামায়াতের উদ্যোগে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল, দুপুর ও বিকেলে তিন উপজেলায় পৃথক পৃথক সময়ে র্যালি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে উপজেলা জামায়াতের বিজয় র্যালিতে হাজার হাজার ছাত্রজনতার ঢল নামে এবং বিজয় র্যালী টি গনমিছিলে রূপ নেয়।ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম তিনটি উপজেলার প্রতিটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জামায়াত ইসলাম মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এড. রোকন রেজা শেখ।বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে ২৪ জুলাই গণঅভ্যুথানের শহীদ হওয়া সকলের মাগফিরাত কামনায় দো'আ করা হয়েছে।ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদককের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।