জাতীয় পার্টি হাজীগঞ্জ পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ লতিফ। ৯ সেপ্টেম্বর শনিবার এক যৌথ স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হলেন মোরশেদুল আলম এবং সদস্য সচিব মো. খলিলুর রহমান মির্জা। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বারেক মিজি, আলাউদ্দিন চৌধুরী, সফিউল্লা মিয়াজি এবং আবিদ মেম্বার।
সদস্যরা হলেন, আব্দুর রহমান বাবুল, নুরে আলম, আকতার হোসেন ভূইয়া, মোস্তফা মিয়াজি, মো. সুমন, সায়মুম ইসলাম, জাহাঙ্গীর আলম মিজি, আলমগীর হোসেন, মো. রাজু, বাবুল মিয়াজি, মঞ্জুর আলম, শরিফ হোসেন পাটোয়ারী, মো. রাশেদ পাটোয়ারী, দিপক সাহা, জসিম মজুমদার, সুজন মজুমদার, মো. হাছান, জহির মজুমদার, কাউসার আহম্মদ, বিল্লাল হোসেন, ওজার আলম, শরিফ মির্জা, মো. রাব্বি, মো. মাহি ও খোরশেদ আলম।
মন্তব্য করার জন্য লগইন করুন!