মোঃ আল আমিন হোসেন।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে দিন-রাত ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।
আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের আহবান জানিয়ে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক করছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে শোল্লা গ্রামের শোল্লা হাই স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি।
এ সময় তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দক্ষ নেতা প্রয়োজন।
সেজন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এছাড়া নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ একজন ভোটারের মৌলিক অধিকার। অথচ একটি গোষ্ঠী, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাঁরাই নির্বাচন বর্জন করছে।
জনগণের অধিকার ক্ষুণ্ন করছে। তবে এ দেশের জনগণ এদের ভাওতাবাজি বুঝে গেছেন। তাই তাঁদের প্রত্যাখ্যান করে ভোটের উৎসবে মেতে উঠেছেন ভোটারেরা।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান আরো বলেন, যারা আন্দোলনের নামে আগুনে মানুষ হত্যা পোড়ায়।
বাস ও ট্রেনে আগুন দেয়। মানুষের জান-মাল নিয়ে খেলা করে। আর যা-ই হোক, তাঁদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না।
বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেন, নৌকা গণমানুষের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতণার প্রতীক।
আওয়ামী লীগ গণমানুষের দল। মানুষের ভাগ্যন্নোয়নের জন্য সব সময় কাজ করে। গণমানুষের ভাত-ভোটের অধিকার নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে চলছে। সুতরাং আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তাঁরা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।
৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম শুকু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমানের যৌথ পরিচালনায় এ সময় নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!