গাজীপুর থেকে বিশেষ প্রতিনিধি আমজাদ খান।। আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি) হাইকোর্ট কর্তৃক নিবন্ধনের রায় দেওয়ায় গাজীপুর জেলা ও মহানগর শাখার আনন্দ শোভাযাত্রা আয়োজন করেন। আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর উদ্যোগে শহীদ মিনার থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও গাজীপুর জেলা ও মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এম. আমজাদ খান, গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেন নেতৃবৃন্দ বলেন আমার বাংলাদেশ পার্টি - (এবি পার্টি) একটি সুসংগঠিত ও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার একটি প্রতিশ্রুতিবদ্ধ দল , নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে বাছাইকৃত দল হিসেবে এক নাম্বারে থাকার পরেও এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি।
দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে খুনি হাছিনা ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেছেন। পৃথিবীর কোথায়ও তিনশত সংসদ সদস্য পালিয়ে যায় এমন ইতিহাস নেই এ ছাড়াও বিচার বিভাগের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয় এটাও আমাদের জন্য লজ্জাজনক বলে মনে করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি - (এবি পার্টি) গাজীপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ আরো বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই বিজয় অর্জন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যাহারা আওয়ামী পুলিশলীগের গুলিতে শহিদ হয়েছেন সেই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!