১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে এবং স্ব-স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সম্মৃদ্ধ। নিজের দায়িত্ব আন্তরিকতা ও উদারতা দিয়ে পালন করতে হবে। আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো এবং ঐক্যবদ্ধ থাকবো।
মন্তব্য করার জন্য লগইন করুন!