স্টাফ রিপোর্টার - ইমরান হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সার্বিক দিকনির্দেশনায় ও সভাপতিত্বে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় এক বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,আমরা আগামীতেও আন্দোলনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি।আমাদের নেতা তারেক রহমান যখনই ঘোষণা দিবে তখন আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।
আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।
১৭ ফেব্রুয়ারী রোজ সোমবার বিকেলে শহরের হাসান আলী মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, একটি গোষ্ঠী নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে। আপনারা সজাগ থাকবেন। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্তব্য করার জন্য লগইন করুন!