নিউজ ডেস্ক ।।
চাঁদপুর আসছেন জননেতা সুজিত রায় নন্দী । বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান জননেতা সুজিত রায় নন্দী এক দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সকালে চাঁদপুর আসছেন।
তিনি আগামীকাল (৭.নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৮.টায় নৌ-পথে রওয়ানা হয়ে দুপুর ১২ টায় চাঁদপুরে পৌঁছবেন।
দুপুর ১.টায় চাঁদপুর সিটি কলেজের গভর্নিংবডি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন।
দুপুর ২.টায় ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গভর্নিংবডি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন।
বিকেল ৩.টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
সঞ্চলনায় থাকবেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!