BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাণীশংকৈল শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র রাণীশংকৈল উপজেলার সংগঠক, মোকারম হোসেন সাদ্দাম, নূর নবী, শাহজান আলী , পিয়ারুল হোসেন ও জুলাই যোদ্ধা মো. হাবিব প্রমুখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র নেতৃবৃন্দের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এদেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে এছাড়াও সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।