BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (রাণীশংকৈল রাইজিং) শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এদিন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদের সভাপতিত্বে সভায় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, গোলাম মর্তুজা সেলিম ও মো.অলিউল্লাহ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাণীশংকৈল উপজেলার ছাত্র প্রতিনিধি মো.হাবিব ও মো. জসিমসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন- তারুণ্যের বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। আসুন সকল পেশাজীবি নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, কোন ভাবে যেন নতুন বাংলাদেশ আর কোন ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়।