‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’ চরকির নতুন ওয়েব সিরিজ ফেউ-এর টিজারে এই সংলাপটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। চরিত্র প্রকাশ না হলেও সংলাপ থেকে বোঝা যায়, সিরিজটি শরণার্থীদের করুণ বাস্তবতা নিয়ে তৈরি।
শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় প্রকাশিত টিজারের সঙ্গে চরকি জানিয়েছে, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। টিজারের ক্যাপশনে প্রশ্ন তোলা হয়েছে, ‘কী ঘটেছিল ১৯৭৯ সালে? কী লুকানো হয়েছে আমাদের কাছ থেকে?’ জানা গেছে, শিগগিরই সিরিজটি চরকিতে মুক্তি পাবে।
সিরিজের প্রেক্ষাপট ১৯৭৯ সালের পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনার মরিচঝাঁপি দ্বীপ। দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নিম্নবর্ণের (নমঃশূদ্র) অনেক হিন্দু শরণার্থী ভারত পাড়ি জমায়। সরকারি আশ্বাসে তারা মরিচঝাঁপিতে আশ্রয় নিলেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়।
শরণার্থীদের ওপর নির্মম নির্যাতন:
ভোটের আগে শরণার্থীদের স্বাগত জানানো হলেও, ভোটের পরে রাজনীতি নেয় নিষ্ঠুর রূপ। শরণার্থী উচ্ছেদ অভিযানে মরিচঝাঁপিতে খাবার ও পানির সরবরাহ বন্ধ করা হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া এবং নির্বিচারে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটে। ১৯৭৯ সালের ১৬ মে, মরিচঝাঁপি শরণার্থীমুক্ত করে তৎকালীন রাজ্য সরকার।
ইতিহাসের ছায়ায় নির্মিত ফিকশন:
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ন সাহেদ ধীমান। পরিচালকের ভাষ্যমতে, সুন্দরবনের বনবিবি, ডাকাত কিংবা মিথের গল্পে না গিয়ে তিনি মরিচঝাঁপির রাজনৈতিক ট্র্যাজেডি তুলে ধরতে চেয়েছেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ ও গবেষণা চালিয়ে ধীমান গল্পটি তৈরি করেন। চিত্রনাট্যের ১৭টি খসড়া তৈরি করার পর অবশেষে ২০২২ সালের ডিসেম্বরে গল্পটি চূড়ান্ত হয়।
টিজারে গল্পের আভাস:
টিজারে উঠে এসেছে ছোট-বড় নৌকা, ঘন জঙ্গল, মানুষের ধস্তাধস্তি ও উদ্যাপনের দৃশ্য। যদিও পরিচালক এসব দৃশ্যের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি।
প্রেক্ষাপট ইতিহাসনির্ভর হলেও সিরিজের গল্পটি ফিকশনাল। এটি লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান ও রোমেল রহমান। চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। পরিচালক জানিয়েছেন, ইতিহাসের পাশাপাশি তার দেখা চরিত্র, জানাশোনা ঘটনা ও নিজের এলাকার অভিজ্ঞতা দিয়ে গল্পটি সাজানো হয়েছে।
সিরিজটি দর্শকদের কেবল বিনোদন নয়, শরণার্থীদের দুঃখগাথার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে বলে আশা করছেন নির্মাতা। চরকির ফেউ শিগগিরই ওটিটি দর্শকদের সামনে উন্মোচিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!