১৬ বছর আগে শুরু হওয়া এক বন্ধুত্বের গল্প এবার পূর্ণতা পেয়েছে বিবাহবন্ধনে। জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী ও যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নিলয় বিয়ে করেছেন গত ৪ মার্চ। উত্তরায় পড়শীর বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের আক্দ সম্পন্ন হয়।
এই খবরটি প্রকাশ্যে আনতে চাইছিলেন না নবদম্পতি। তবে গতকাল রবিবার একটি অনলাইন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশের পর বিকেলে পড়শী তার ভক্তদের আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানান।
ফেসবুকে পড়শীর পোস্ট:
‘“ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতার মাধ্যমে আমাদের পরিচয়। তবে সেই সময় আমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর ইচ্ছাতেই আমরা একে অপরের জীবনে এসেছি, যা পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত।’
পোস্টে পড়শী আরও উল্লেখ করেন, ‘২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে কিছুদিনের জন্য দেশে আসে নিলয়। তখন দুই পরিবারের সম্মতিতে আমাদের আক্দ হয়। আমরা পৃথিবীর দুই প্রান্তে থাকায় আনুষ্ঠানিক আয়োজনের জন্য অপেক্ষা করছিলাম। তবে খবরটি প্রকাশ হয়ে যাওয়ায় কিছুটা বিব্রত হলেও আনন্দিত। নিলয় দেশে এলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হবে।’
পড়শীর বড় ভাইয়ের বক্তব্য:
পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি পড়শী ও নিলয়ের আনুষ্ঠানিক ফটোশুট হওয়ার কথা রয়েছে। এরপর ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে সময়মতো না হলে ঈদের পর এ আয়োজন করা হবে।
পড়শীর কাজের ব্যস্ততা:
পড়শী সংগীত ও অভিনয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন। তার ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশিত হয়। ২০২২ সালে ইমরানের সঙ্গে তার গাওয়া ‘কথা একটাই’ গানটি বেশ প্রশংসিত হয়। দুই বছর আগে অভিনয়েও নাম লেখান পড়শী। তার প্রথম নাটক ছিল ‘মারিয়া ওয়ান পিস’। এরপর বিভিন্ন বিশেষ দিবসের নাটকেও দেখা গেছে তাকে।
পড়শীর ভাই এহসান বলেন, ‘পড়শী অভিনয়ের ক্ষেত্রে গল্প ও চরিত্রে মনোযোগী। সে নিজেই প্রযোজনার পরিকল্পনা করছে, যাতে তার কাজের মান বজায় থাকে। ঈদ উপলক্ষে একটি নাটক তৈরির কাজ চলছে, যা পরিচালনা করবেন মহিদুল মহিম।’
পড়শীর ইউটিউব চ্যানেলে তার নাটকগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নাটকের জন্য আলাদা একটি চ্যানেল খোলার কথাও ভাবছেন তারা।
এই নতুন অধ্যায় পড়শী ও নিলয়ের জীবনে সুখ, শান্তি ও সফলতা বয়ে আনুক—এটাই ভক্তদের প্রত্যাশা।
মন্তব্য করার জন্য লগইন করুন!