বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু শুটিং সেট থেকে এসেছে এক মন খারাপ করা খবর। মহড়া চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছেন হৃতিক রোশন, ফলে আপাতত বন্ধ করা হয়েছে ছবির শুটিং।
শুটিং সেটে কী ঘটেছিল?
একাধিক সূত্র জানিয়েছে, ‘ওয়ার ২’-এর একটি গানের দৃশ্যের মহড়া দিচ্ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। দৃশ্যটির জন্য দুই সুপারস্টারই নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মহড়ার একপর্যায়ে হৃতিক পায়ে গুরুতর আঘাত পান, যা তাঁকে স্বাভাবিকভাবে হাঁটতে বাধা দিচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে হৃতিককে। না হলে এই চোট আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

‘ওয়ার ২’-এর শুটিং ও মুক্তির তারিখ
হৃতিকের এই দুর্ঘটনার ফলে ‘ওয়ার ২’-এর শুটিং সাময়িকভাবে স্থগিত করা হলেও, ছবির পোস্ট-প্রোডাকশন কাজ চালিয়ে যাওয়া হবে। নির্মাতারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই হৃতিক সুস্থ হয়ে ফিরে আসবেন এবং বাকি অংশের শুটিং সম্পন্ন করতে পারবেন। ফলে আগামী ১৪ আগস্ট নির্ধারিত সময়েই মুক্তি পাবে ‘ওয়ার ২’।
স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন
‘ওয়ার ২’ ছবিটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অংশ, যেখানে আগের মতোই র এজেন্ট মেজর কবির ধালিওয়াল চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। এই সিকুয়েলটির পরিচালনার দায়িত্বে আছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অয়ন মুখোপাধ্যায়।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন হৃতিকের সুস্থ হয়ে ফিরে আসা ও ‘ওয়ার ২’-এর শুটিং শিগগিরই শুরু হওয়ার খবরের জন্য।
মন্তব্য করার জন্য লগইন করুন!