ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বরাবরই স্পষ্টবাদী। সমালোচনা হোক বা ব্যক্তিগত মতামত, নিজের অবস্থান থেকে কখনও পিছপা হননি তিনি। এবারও তাই হলো না। সম্প্রতি এক ভক্ত তাকে ওজন বাড়ানোর পরামর্শ দিলে, জবাবে সামান্থা দিলেন প্রখর আত্মমর্যাদাপূর্ণ বক্তব্য। খবর: পিঙ্কভিলা।
ইনস্টাগ্রামে সামান্থা একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন, যেখানে তিনি তার ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে এক ভক্ত তার ওজন বাড়ানোর কথা বললে সামান্থা বেশ দৃঢ়তার সঙ্গে জবাব দেন। তিনি বলেন, “আমার ওজন একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা খুবই জরুরি। আমি মায়োসাইটিস নামে একটি অটোইমিউন রোগে আক্রান্ত এবং এটির চিকিৎসার জন্য আমার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। আমি একটি কঠোর অ্যান্টি-ইনফ্লামেটরি ডায়েট অনুসরণ করি, যা আমার অবস্থার জন্য প্রয়োজনীয়।”
তিনি আরও বলেন, "মানুষকে একে অপরকে বিচার না করে নিজের জীবনের দিকে মনোযোগী হওয়া উচিত। এখন ২০২৪ সাল চলছে—অন্যের শারীরিক অবস্থা নিয়ে সমালোচনা নয়, বরং সহমর্মিতাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।"
সামান্থার এই মন্তব্যটি দ্রুতই ভক্তদের মধ্যে প্রশংসা কুড়ায় এবং সমর্থন পান অনেকের কাছ থেকে।
উল্লেখ্য, সামান্থাকে সম্প্রতি ‘কুশি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। পাশাপাশি আসছে ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ ‘সিটাডেল: হানিবানি’, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন বরুণ ধাওয়ান। সিরিজটি পরিচালনা করেছেন ডিকে ও রাজ।
মন্তব্য করার জন্য লগইন করুন!